বিপিএল ফাইনালে তামিমকে বিদায় জানাবে বিসিবি

বিপিএলের গতবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। বর্তমান চ্যাম্পিয়নরা এবার তামিম ইকবালের নেতৃত্বে ফের মাঠে নামবে শিরোপা ধরে রাখার মিশনে। আগামীকাল সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনালে বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস। চলমান বিপিএলের শিরোপা নির্ধারণী এই ম্যাচেই তামিমকে বিদায়ী সম্মাননা জানাবে বিসিবি।
বিপিএল শেষ হওয়ার কদিন পরই মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। এ টুর্নামেন্ট দিয়েই তামিম আবার জাতীয় দলের জার্সিতে ফিরবেন কি না তা নিয়ে আলোচনা ছিল। তবে আসন্ন আসরের জন্য বাংলাদেশের দল ঘোষণা করার আগেই তামিম জানিয়ে দেন যে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অধ্যায়টা শেষ।
এদিকে জাতীয় দলের জার্সিতে আর না ফেরায় মাঠে থেকে বিদায় নেওয়া হলো না তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া সাবেক এই অধিনায়ককে তাই বিপিএলের ফাইনাল ম্যাচেই সম্মাননা জানাবে বিসিবি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি। আগামীকাল ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিমের জন্য বিশেষ আয়োজন করবে বিসিবি। এসময় তামিমের হাতে বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে।
২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম। এরপর অবশ্য নানা নাটকীয়তার পর আবার ক্রিকেটে ফিরেছিলেন তিনি। তবে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে আবার জাতীয় দলের জার্সিতে ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে খেললেও বিশ্বকাপে খেলা হয়নি তাঁর। এরপর তার আর ফেরা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে।
সবশেষ গত ১০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটারকে বিদায় জানান তিনি। অবসরের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক পেজে তামিম লিখেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’
আপনার মতামত লিখুন