খুঁজুন
শুক্রবার, ২৩শে মে, ২০২৫, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২

এখনো কাজে ফেরেননি হারুন-বিপ্লবসহ ঊর্ধ্বতন অনেক পুলিশ কর্মকর্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ
এখনো কাজে ফেরেননি হারুন-বিপ্লবসহ ঊর্ধ্বতন অনেক পুলিশ কর্মকর্তা

সরকার পতনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে কর্মস্থল থেকে দূরে থাকা অধিকাংশ পুলিশ সদস্য কাজে যোগ দিলেও এখনো কর্মস্থলে ফেরেননি আলোচিত কয়েকজন পুলিশ কর্মকর্তা। দেশের সব থানায় কার্যক্রম শুরু হলেও ডিবির সাবেক প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, পুলিশের প্রভাবশালী কর্মকর্তা প্রলয় জোয়াদ্দারসহ আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এখনো কাজে যোগ দেননি। এখন তারা কোথাও আছেন সে বিষয়েও কেউ কোনো স্পষ্ট ধারণা দিতে পারছেন না।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বিদেশে পালিয়ে যায় শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয়। সরকারের পতনের দিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থানা এবং পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেদিনই সংঘর্ষে পুলিশসহ দুই শতাধিক মানুষ প্রাণ হারান। এমন আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ সদস্য থানা ছেড়ে পালিয়ে যায়। এর ফলে অনেকটা পুলিশশূন্য হয়ে পড়ে রাজধানী ঢাকা।

পুলিশবিহীন রাজধানীর বিভিন্ন স্থানে রাতের বেলা টানা কয়েকদিন চলে ডাকাত আতঙ্ক। ডাকাত ঠেকাতে রাত জেগে রাস্তায় রাস্তায় পাহারা দেয় সাধারণ মানুষ। ওই পরিস্থিতিতে পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেন কয়েকদিন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করা সাখাওয়াত হোসেন।

গত ১১ আগস্ট সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি, তাদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন, তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন।

কর্মস্থল ছেড়ে বাইরে অবস্থান করা পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে আল্টিমেটাম দেওয়া হয় পুলিশ সদর দফতরের পক্ষ থেকেও। সেই নির্দেশনায় সাড়া দিয়ে ইতোমধ্যে সিংহভাগ পুলিশ সদস্য যোগ দিলেও এখন পর্যন্ত কর্মস্থলে ফেরেননি ডিবির সাবেক প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, প্রলয় জোয়াদ্দারসহ আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এখনো যারা কর্মস্থলে ফেরেনি তাদের কাজে যোগ দিতে আরেক দফা সময় বাড়িয়েছে পুলিশ সদর দফতর। আগামী বৃহস্পতিবার পযর্ন্ত এই সময় বাড়নো হয়েছে বলে জানা গেছে।

কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার মাইনুল হকের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার পদমর্যাদার কয়েকজনকে কল করা হলেও তারা ফোন ধরেননি।

তবে গণমাধ্যমে কথা বলার সময় পুলিশ সদর দফতরের মুখপাত্র পুলিশ সুপার (মিডিয়া) ইনামুল হক সাগর জানিয়েছেন, নির্দেশনা মেনে বেশিরভাগ পুলিশ সদস্যই কাজে যোগ দিয়েছেন। হয়তো অনেকে অসুস্থতাসহ নানা কারণে যোগ দিতে পারেননি।

ডিএমপিতে খোঁজ নিয়ে জানা গেছে, ডিএমপির ওসি, এসি ও এডিসি এবং ডিসিরা কাজে যোগ দিয়েছেন তারা নিয়মিত অফিসও করছেন। কিন্তু সাবেক ডিবি প্রধান (গত মাসে ডিএমপিতে বদলিকৃত) হারুন অর রশীদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও প্রলয় জোয়াদ্দার কাজে যোগ দেয়নি। তাদের কোনো খোঁজও মিলছে না। তারা সেনাবাহিনীর হেফাজতে আছেন নাকি গা ঢাকা দিয়েছেন তাও স্পষ্ট করে বলতে পারছেন না কেউ। তবে সরকার পতনের কয়েকদিন পর কয়েকজন সাংবাদিক হারুনকে কল করলে তিনি ঢাকাতেই অবস্থান করছেন বলে জানিয়েছিলেন।

ডিএমপি ও ডিবির একটি সূত্র জানিয়েছে, ৫ আগস্ট সরকার পতনের দিন পুলিশ সদস্যদের তোপের মুখে পড়েছিলেন হারুন। শারীরিকভাবে লাঞ্ছিতও হয়েছেন। এমন অবস্থায় পরে পুলিশ সদর দফতর থেকে দেয়াল টপকে পালিয়ে গিয়ে রক্ষা পান।

একটি সূত্র জানায়, ৫ আগস্ট পুলিশের কন্ট্রোল রুম থেকে মাঠে থাকা পুলিশ সদস্যদের নানা দিক নির্দেশনা দেন হারুন। এমনকি গণভবনে ছাত্রদের মিছিল যাওয়ার সময়ও তিনি তাদেরকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। পরে অবস্থা বেগতিক দেখে পরে পালিয়ে যান। পালানোর সময় পুলিশ সদস্যরা তাকে লাঞ্ছিত করে।

অন্যদিকে ডিএমপির আরেক প্রভাবশালী পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারও সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজে যোগ দেননি। তিনি এখন কোথায় আছেন তা জানা যায়নি।

২১তম বিসিএসে পুলিশ ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগ জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশের চাকরিতে আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময় তিনি দাপুটে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

বিশেষ করে ২০১১ সালে জাতীয় সংসদ এলাকায় তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে রাস্তায় পুলিশ দিয়ে বেধড়ক পিটিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি।

পুলিশের প্রভাবশালী এসপি হিসেবে খ্যাত প্রলয় জোয়াদ্দারও কাজে যোগ দেননি। তিনি যশোর ও নরসিংদীর এসপি ছিলেন। এই তিনজন ছাড়াও পুলিশ সদর দফতরের আতিকুল ইসলাম, আনোয়ার হোসেনসহ কয়েকজনকে পুলিশ সদর দফতরে দেখা যাচ্ছে না বলে জানা গেছে।

এদিকে এসব কর্মকর্তা ছাড়াও যারা এখনো চাকরি হারাননি তারাও আতঙ্কে আছেন। অধিকাংশ কর্মকর্তা অফিসে এলেও তেমনটা বসছেন না। শুধু সাইন বা ফিঙ্গারিং দিয়ে চলে যাচ্ছেন।

পুলিশের কয়েকটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় যারা ‘দলবাজ কর্মকর্তা’ ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে সরকার। ফলে অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে এসবির প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে চাকরিচ্যুত (বাধ্যতামূলক অবসর) করা হয়েছে। আরও কয়েকজনকে অবসর দেওয়া হতে পারে বলে গুঞ্জন আছে। এমন অবস্থান ঊর্ধ্বতন কর্মকর্তারা আতঙ্কে আছেন।

কানের উদ্দেশে রওনা দিলেন আলিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ
কানের উদ্দেশে রওনা দিলেন আলিয়া

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কান চলচ্চিত্র উৎসবের উদ্দেশে রওনা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গত কয়েক দিন ধরেই কানের লাল গালিচায় কোন কোন তারকাদের দেখা যাবে, তা নিয়ে চলছিল তুমুল আলোচনা।

শর্মিলা ঠাকুর থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন ইতোমধ্যেই নজর কেড়েছেন, তবে আলিয়ার উপস্থিতি নিয়ে ছিল অনিশ্চয়তা। ফ্রান্সের উদ্দেশে রওনা দেওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে আলিয়াকে দেখা গেল তার নিজস্ব স্টাইলে।

ব্লেজার, ট্রাউজার এবং চোখে রোদচশমা—এই পোশাকেই তিনি ক্যামেরাবন্দী হয়েছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই আলিয়া ভক্তদের মুখে চওড়া হাসি।

যত দিন যাচ্ছে, নায়িকার স্টাইল স্টেটমেন্টও যেন সকলের নজর কাড়ছে। তাই এ বছর কানের লাল গালিচায়ও যে নতুন কিছু চমক অপেক্ষা করছে, সেটাই আশা করছেন আলিয়ার অনুরাগীরা।

ভারত-পাকিস্তান সীমান্তের উত্তাল পরিস্থিতির কারণে আলিয়া কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিলেন। এমন গুরুত্বপূর্ণ সময়ে দেশ না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি

সাপ্তাহিক ছুটির দিনে সবজির বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে। দু-য়েকটা সবজি ছাড়া অন্যগুলোর দাম প্রায় অপরিবর্তিতই রয়েছে। বাজারে দামি সবজির মধ্যে রয়েছে কাকরোল, যা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে। তাছাড়া পটল, চিচিঙ্গা, বরবটি, বেগুনসহ অন্যন্য সবজি ৫০-৬০ কেজিতে বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৩ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। দুয়েক-সপ্তাহ আগে বাজারে বেশিরভাগ সবজি ৭০ থেকে ৮০ টাকার ঘরে থাকলেও আজ সেসব সবজি ৫০ থেকে ৬০ টাকার ঘরে নেমেছে।

আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, শসা ৬০, ঢেঁড়স ৫০, ধুন্দল ৬০, মুলা ৫০, বেগুন ৬০, পটল ৫০, ঝিঙ্গা ৫০, কঁচুর লতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বরবটি প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, কলা প্রতি হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আজকের বাজারে দামি সবজির মধ্যে রয়েছে কাঁকরোল, যার প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং টমেটো বিক্রি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ টাকায়।

রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম বলেন, গত ঈদের পর থেকে যেমন সবজির দাম বাড়তি ছিল সেই তুলনায় সবজির বাজার কিছুটা কমেছে। এছাড়া কিছুদিন আগে যেসব সবজি ৭০-৮০ টাকার ঘরে ছিল, সেই সবজিগুলো এখন ৫০-৬০ টাকার ঘরে নেমেছে। সেই হিসেবে সবজির দাম এখন কিছুটা কম।

মগবাজার বাজারের আরেক ক্রেতা শহীদুজ্জামান বলেন, আজকে বাজারে দেখলাম সবজির মধ্যে সবচেয়ে দামি সবজি কাঁকরোল, যার প্রতি কেজি ৮০ টাকা। এ ছাড়া টমেটোর দাম হঠাৎ করে বেড়ে এখন প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজি গুলোর দাম তুলনামূলক কমেছে। সবজির দাম কমেছে বলতে যেটা প্রতি কেজি ৭০-৮০ টাকায় বিক্রি হত সেটা আজকের বাজারে দেখলাম ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম বিষয়ে মহাখালী বাজারের সবজি বিক্রেতা  আমিনুল ইসলাম বলেন, বর্তমানে সবজির দাম কম যাচ্ছে। ক্রেতারা আগের চেয়ে বেশি পরিমাণে সবজি কিনছে এখন। কিছুদিন আগেও সবজির দাম যখন বাড়তি যাচ্ছিল তখন ক্রেতারা খুব কম পরিমাণে সবজি কিনছিল। সেই তুলনায় সবজির দাম এখন কম হওয়ায় তুলনামূলক বেশি করে সবজি কিনতে পারছে। পাইকারি বাজারে যখন আমরা কম দামে সবজি কিনতে পারি, তখন কম দামি ক্রেতাদের কাছে সবজি বিক্রি করা যায়। এখন কম দাম চলছে বলেই, কে তাদের কাছে কম দামি বিক্রি করতে পারছি।

সবজির দামের ধারণা দিয়ে রামপুর এলাকার একটি সবজি বিক্রেতা জাহিদুর রহমান বলেন, আজকের বাজারে বেশিরভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকার ঘরে রয়েছে। শুধুমাত্র কাঁকরোল প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর টমেটোর মৌসুম শেষ হওয়ায় দাম কিছুটা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

‘পদত্যাগের’ কথা ভাবছেন ড. ইউনূস, না করার অনুরোধ নাহিদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ণ
‘পদত্যাগের’ কথা ভাবছেন ড. ইউনূস, না করার অনুরোধ নাহিদের

দেশের সর্বত্র উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গুঞ্জন শুরু হয়েছে পদত্যাগের চিন্তা করছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এমন গুঞ্জনের মধ্যে তার সঙ্গে দেখা করে আসলেই পদত্যাগ নিয়ে প্রধান উপদেষ্টা ভাবছেন বলে নিশ্চিত করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অবশ্য তিনি যেন এমন সিদ্ধান্ত না নেন সেই অনুরোধ জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। পরে বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারেরতো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন।’

এসময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদও ছিলেন বলে জানা গেছে।

নাহিদ ইসলাম বলেন, ‘স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি… যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণঅভ্যুত্থানের পর, দেশের পরিবর্তন, সংস্কার…। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমিতো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলা তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো।’

প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন নাহিদ। এ প্রসঙ্গে নাহিদ বলেন, ‘আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সব দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন, সবাই তার সাথে আশা করি কো-অপারেট করবেন।’

প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন জানিয়ে নাহিদ বলেন, ‘হ্যাঁ, যদি কাজ করতে না পারেন, থাকবেন, থেকে কী লাভ। উনি বলছেন উনি এ বিষয়ে ভাবছেন। ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না।’

পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এখন ওনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়… সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন?’

"> ">
কানের উদ্দেশে রওনা দিলেন আলিয়া বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ‘পদত্যাগের’ কথা ভাবছেন ড. ইউনূস, না করার অনুরোধ নাহিদের জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ উপদেষ্টা মাহফুজের পর হাসনাতেরও ঐক্যের ডাক প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের ব্রাইডাল লুকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস না আছে মরার ভয় না আছে হারাবার কিছু : আসিফ মাহমুদ গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্টাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর বীরগঞ্জে বীজ ডিলার ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত চলমান আন্দোলনের বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস বিজ্ঞপ্তি নাগরিক ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু শেরপুর সীমাবাড়ি ইউনিয়নের কদিম হাঁসড়া গ্রামে বিমলের বাড়িতে মাদকের আখরা, যেন দেখার কেউ নেই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গ্রাহক সেবার মানোন্নয়নে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় ধরনের বদলি! ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশ অঞ্জাত কিশোরীর লাশ উদ্ধারের পরিচয় সনাক্তে ফেইসবুকে পোস্ট বীরগঞ্জে এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নানা কর্মসূচীর মধ্যদিয়ে বীরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত বীরগঞ্জে মহান শ্রমিক দিবস পালিত ছোনকায় মহান মে দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন কাহারোলে স্কাউটস দিবস উপলক্ষে র‍্যালি,পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু দুদকের আকস্মিক অভিযান: বীরগঞ্জ হাসপাতালে দুর্নীতির চিত্র উন্মোচিত শেরপুরে চোরসহ টলিগাড়ি পাবনার ভাঙ্গুরায় আটক শেরপুরে ইউনিয়ন জামাতের সেক্রেটারীর ভাই ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার শেরপুরে কলেজের অধ্যক্ষের দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন।। শেরপুরে সভাপতি কর্তৃক অধ্যক্ষের বিরুদ্ধে দূর্ণীতি তদন্ত করার কারনে সভাপতি পরিবর্তন