বগুড়ায়-৭ নির্বাচনী প্রচারণায় সরগরম

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় নষ্ট করতে নারাজ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা। তাই বেশ খানিক টা আগেই মাঠে নেমেছেন সম্ভব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা।
বগুড়া-০৭(শাজাহানপুর-গাবতলী) নির্বাচনী আসনে সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের প্রচারনা দেখা গেলেও, মাঠে নেই জাতীয়পার্টি সহ তাদের অন্যান্য শরীকদল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকার দলীয় নেতা জানান, এই নির্বাচনে বগুড়া -০৭ নির্বাচনী এলাকায় শরীকদল জাতীয়পার্টি নির্বাচন করবেন না অর্থাৎ এই আসনটি জাতীয়পার্টি ছেড়ে দেবেন। তাই এবার তারা তাদের পছন্দের দলীয় প্রতিক নৌকা মার্কাতেই ভোট দিতে পারবে বলে আশা ব্যাক্ত করছেন।
অপরদিকে যাদের ভোট ব্যাংক হিসাবে পরিচিত আসন বলে দাবী করা হয়, সেই বিএনপির কাউকে এখনো মাঠে দেখা মিলছে না। তাদের একটি সুত্র জানিয়েছে, বিএনপির আন্দোলন চলমান আছে। নিরোপেক্ষ সরকার ছাড়া তারা আর কোন নির্বাচনে অংশ গ্রহন করবেন না।
তবে এই ভোটার বহুল নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত প্রচার -প্রচারনায় এগিয়ে আছেন শাজাহানপুর উপজেলার তরুণ নেতা, খরনা ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন। নৌকা প্রতিক পাওয়ার বিষয়ে তিনি জোড়াল আশাবাদী। এখন অবধি দলীয় প্রতিক নৌকা মার্কার সমর্থনে তিনি শাজাহানপুর ও গাবলতীর বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। সাক্ষাত করছেন বিভিন্ন শ্রেণি পেশার হাজারো জনাতার সাথে।
সাজেদুর রহমান শাহীন জানান, তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্র জীবনে ছিলেন কলেজ সংসদে নির্বাচিত ভিপি।
মনোনয়ন প্রাপ্তির ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
দোয়া চেয়েছেন সকলের কাছে।
তিনি আশাবাদ ব্যাক্ত করে জানান, আমাদের মা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই নৌকা প্রতিক উপহার দেবেন।
যদি অন্য কাউকে যোগ্য মনে করে দলীয় প্রতিক তুলেদেন, আমি নৌকার সেবক হয়ে তার জন্য কাজ করেতে রাজি আছি।
অপর দিকে হালকা ভাবে প্রচারণায় আছেন আরেক হেভীওয়েট প্রার্থী জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক, শাজাহানপুরের সন্তান জেলা পরিষদের সদস্য মোঃ আসাদুর রহমান দুলু। একই ভাবে প্রচারণায় আছেন গাবতলী উপজেলার বাসিন্দা জেলা আওয়ামীলীগের নেতা রবিন খান।
এছাড়াও কোন ভাবেই মাঠ ছাড়বেন না বর্তমান সাংসদ রেজাউল করিম বাবলু। বিভিন্ন অনুষ্ঠানে তিনি তাঁর উপস্থিতিও জানান দিয়েছেন বেশ শক্ত ভাবেই।
স্থানীয় প্রভাবশালী কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের ধারনা, মনোনয়ন দৌড়ে সবাইকে হাঁপিয়ে তুলতে পারেন আরেক হেভিওয়েট প্রার্থী শাজাহানপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
সেক্ষেত্রে পিছিয়ে থাকবেনা গতবারের দলীয় মনোনয়ন প্রত্যাশী শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকারি শাহ সুলতান কলেজের সাবেক ভিপি এম সুলতান আহমেদ।
(চলমান)
আপনার মতামত লিখুন