
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস। তিনি মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, মেডিকেল ডা. মো. শামীম, ডা. আসাদ শেখ পারভেজ, ডা. সৈয়দ সাব্বির-উল-ইসলাম, মেডিকেল অফিসার ডা. ওয়ার্দতুল আকমাম, ডা. অমৃত সরকার, মেডিকেল অফিসার, ডা. মো. মনিরুজ্জামান, ক্যাশিয়ার মো. আব্দুল মওলা, সেনিটারী ইন্সপেক্টর ফরিদ-বিন ইসলাম, মোঃ আরিফ মাহামুদ, পরিসংখ্যানবিদ মাসুদ রানা, মো. সাবুল ইসলাম, অফিস সহকারী শাহিনা খাতুন সহ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের বিভিন্ন স্থরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
এসময় সিভিল সার্জন আসিফ ফেরদৌস বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী দিক নিদের্শনা প্রদান করেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার দক্ষ ও গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
উত্তরের কণ্ঠ/পিআর