জয়পুরহাটে অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা

জেলা প্রতিবেদক, জয়পুরহাট
প্রকাশের সময়: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ । ১২:৩৮ অপরাহ্ণ

১৩ আগষ্ট ২৩ জয়পুরহাটে অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে কে লিংক ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার( ১৩ আগষ্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন জানান, জয়পুরহাট পৌর শহরের আবুল কাশেম ময়দান এলাকায় একটি ভাড়া বাসায় কে লিংক ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের চিকিৎসক প্রণব কুমার দাস বিজয় অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত এবং বিক্রি করছে এমন অভিযোগ আমরা পাচ্ছিলাম।

অভিযান পরিচালনা করে সে বিষয়টি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এ অভিযোগে প্রতিষ্ঠানের চিকিৎসক কে ২০ হাজার টাকা জরিমানা ও করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম জেলা ঔষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোকসেদুল আমিন উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন