খানসামায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

উপজেলা প্রতিনিধি, খানসামা
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:২৮ অপরাহ্ণ

স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর এবং অগ্নিসংযোগ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ ছাত্র ও জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাকেরহাট শাপলা চত্বরে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিলসহ বিক্ষুব্ধ ছাত্ররা পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌঁছায়। এরপর বিক্ষুব্ধ ছাত্ররা দলীয় কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর ও অগ্নিসংযোগ করেন তাঁরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন উপস্থিত সকলে। সেই সাথে ভীড় জমায় উৎসুক জনতা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খানসামা উপজেলার অন্যতম সমন্বয়ক রহিদুল ইসলাম রাফি বলেন, স্বৈরাচার হাসিনা এত ছাত্র-জনতাকে হত্যার পরেও ভারতে বসে ষড়যন্ত্র করছে। এটা ছাত্র-জনতা মেনে নিবে না তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগের সকল চিহ্ন মুছে দিতেই বিক্ষুব্ধ ছাত্র ও জনতা এমন প্রতিবাদ করেছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন