শাজাহানপুরে ছাত্রদলের সাংগঠনিক সভা 

 শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:৪২ অপরাহ্ণ

৩১ দফা কর্মসূর্চী বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো মেরামতে জনগণের সম্পৃক্তকরণ এবং ছাত্রদলের সাংগঠনিক গতিশীলতা করার লক্ষে বগুড়ার শাজাহানপুর সাংগঠনিক সভায় অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা ছাত্র দলের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই সভা করা হয়।  উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এসময় উপস্থিত ছিলেন  শাহ সুলতান কলেজ ছাত্রদল নেতা হাবিবুর রহমান হিরা, উপজেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন জেলা ছাত্রদল নেতা সেলিম, সিরাজ সহ উপজেলা  ছাত্রদলের ৯টি ইউনিয়নের আহ্বায়ক ও ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন