ফেনীতে আ.লীগের আরও ১০ নেতাকর্মী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ । ৮:৩৭ পূর্বাহ্ণ

ফেনীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ১০ নেতাকর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটক ব্যক্তিদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে সোনাগাজী উপজেলার বাদুরিয়া গ্রামের ইব্রাহিম সওদাগরের ছেলে মো. ইউনুছ (৪৫), একই উপজেলার মান্দারী গ্রামের মৃত চান মিয়ার ছেলে মাবুল হক (৬৭), ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মৃত হাজি সেরাজুল হকের ছেলে ওবায়দুল হক (৭০), সদর উপজেলার মালিপুর গ্রামের হাবিবুল্লাহ ছেলের অহিদুল্লাহ শিপন মেম্বার (৪০), দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্দপুর গ্রামের সুলতান মুন্সির ছেলে আলাউদ্দিন (৪৭), ফেনী পৌরসভার রামপুর এলাকার মো. মহসিনের ছেলে নাইমুল হাসান নাঈম, সদর উপজেলার শশর্দী ইউনিয়নের মধ্যম জাহানপুর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৪০), একই উপজেলার মধ্যম চাড়িপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে গোলাম রসুল ছোটন (৩৬), পরশুরাম উপজেলার বক্সমাহমুদ মোহাম্মদপুর গ্রামের আব্দুল হামিদ (৪৮) ও সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মৃত মো. মোস্তফার ছেলে বাহার উল্যাহকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে সন্দেহজনক আসামি হিসেবে আন্দোলনে হতাহতের ঘটনায় করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন