ফাগুন হাওয়ায় বইছে ভালোবাসার আমেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:০১ পূর্বাহ্ণ

শীতের বিদায়ের সঙ্গে প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। গাছে গাছে কচিপাতা জানান দিচ্ছে-দখিন দুয়ারে হাজির হয়েছে ঋতুরাজ বসন্ত। আজ পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। একইসঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস। ফাগুনের মৃদু বাতাসে ভালোবাসার আবেশ ছড়িয়ে পড়েছে হৃদয় থেকে হৃদয়ে।

১৪ ফেব্রুয়ারি-একই দিনে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপনের ফলে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে শহর থেকে গ্রাম। বাসন্তী শাড়ি, লাল পাঞ্জাবি, ফুলের মালা আর ভালোবাসার উষ্ণতায় ভরে উঠেছে চারপাশ। প্রিয়জনের হাত ধরে প্রেমিক-প্রেমিকারা বলছেন, ‘ভালোবাসি, বড় বেশি ভালোবাসি তোমাকে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলার সবুজ প্রাঙ্গণ, বইমেলা, ধানমন্ডি ও বনানী লেক, রমনা পার্কসহ রাজধানীর বিভিন্ন স্থান ফুলের সৌরভে মুখরিত। তরুণ-তরুণীদের মিলনমেলায় পরিণত হয়েছে শহরের প্রাণকেন্দ্রগুলো। ফুলের দোকানে দিনভর ভিড় লেগে আছে, যেখানে ভালোবাসার প্রতীক গোলাপ, গাঁদাসহ নানা রঙের ফুল কিনছেন মানুষ।

তবে ভালোবাসা দিবস শুধু প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর জন্যই নয়। প্রিয়জন, মা-বাবা, ভাই-বোন, সন্তানের প্রতিও ভালোবাসা প্রকাশের দিন এটি। তাই আজ ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠেছে প্রতিটি সম্পর্ক, প্রতিটি অনুভূতি। বসন্তের উচ্ছ্বাস আর ভালোবাসার আবেগ একসঙ্গে মিশে সৃষ্টি করেছে এক অনন্য রঙিন মুহূর্ত।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন