
মঙ্গলবার সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
পরে একে একে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. কামাল হোসেন, বীরগঞ্জ থানার পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন ও ওসি আব্দুল রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার কালী পদ রায়, সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী গণ সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে ১ মিনিট নিরবতা ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।