দশমাইলে অটো-বাস মুখোমুখি সংঘর্ষে আহত ৩

উপজেলা প্রতিবেদক, কাহারোল
প্রকাশের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ । ১১:১৯ পূর্বাহ্ণ

দিনাজপুরের কাহারোল উপজেলায় দশমাইল নামক স্থানে অটো বাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের নিহত ২ ও গুরুতর আহত অবস্থায় ৩ জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল সাড়ে তিনটায় দিনাজপুরের কাহারোল উপজেলা দশমাইল গড়নরপুর নামক স্থানে রংপুর- দিনাজপুর গামী বাস বাহন পরিবহন দিনাজপুর থেকে ছেড়ে আসা ইজি অটো বাইক সংঘর্ষ হলে দিনাজপুর সদরের শরিফুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম (৪০) রামডুবি গ্রামের মোঃ শুভর ২ মাসের শিশু কন্যা হুমাইয়ারা মুমূর্ষ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অবস্থায় মোঃ শুভর স্ত্রী রিপা খাতুন (২২), শরিফুল ইসলামের মেয়ে লিসা খাতুন (১৭) ও অটোচালক শিমুল চন্দ্র সাহা(২৪) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। দশমাইল হাইওয়ে থানা ইনচার্জ মোঃ ওমর ফারুক ঘটনা নিশ্চিত করে জানান ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন