হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন 

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ । ১১:৪৩ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারির শুরুর দিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা পারভীন। জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় কেবিনে। অবশেষে ১৩ দিন ছুটি মিলেছে তার।

গতকাল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী। তিনি বলেন, শুরুতে তার শারীরিক অবস্থা যা ছিল, তা কিছুটা শঙ্কার ছিল। চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

আরও বলেন, তাকে আমরা একটা গাইডলাইন দিয়েছি। যা কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় আবার কোনো জটিলতা তৈরি হতে পারে।

এর আগে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের খবর জানিয়ে গায়িকার স্বামী বংশীবাদক গাজী আব্দুল হাকিম বলেছিলেন, ‘এখন আগের চেয়ে ভালো আছেন তিনি (ফরিদা পারভিন)। কেবিনে নেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আপনারা দোয়া করবেন তার জন্য।’

আইসিইউতে থাকাবস্থায় গায়িকার শারীরিক অবস্থা জানিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে এখনও আইসিইউতে রাখা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলার রহমত আর ফরিদার অসংখ্য ভক্ত-শ্রোতার দোয়ায় সে ভালো হয়ে ফিরবে।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন ফরিদা পারভীন। সে সময়ও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন