
মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া ইউনিয়নের সাজাপুর আকন্দপাড়ায় (মাঝিড়া বাইপাস সংলগ্ন) তসলিম উদ্দিন(৩৫) নামে এক যুবক নিজ ঘরের তীরের সাথে ওড়না বেঁধে আত্মহত্যা করেছেন।
ঘটনা জানাজানি হলে থানা পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। আত্মহননকারী তসলিম ওই এলাকার জব্বার হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তার স্ত্রী ও এক শিশুপুত্র আছে।
সে ঋণের জালে আবদ্ধ থেকে হতাশা গ্রস্ত ছিল। এ অবস্থা থেকেই আত্মহত্যা করেছে। শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ ফারুক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।