কান্তজীউ মন্দিরে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫ । ৪:১৩ অপরাহ্ণ

দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজীউ মন্দির প্রঙ্গনে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের, সম্মানিত ট্রাস্টির, শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন উপলক্ষে, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, সুধীজন ও ভক্তবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ট্রাস্টি সত্যজিৎ কুমার কুন্ডু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর ঠাকুরগাঁও জেলা সভাপতি মনোরঞ্জন সিং, দিনাজপুর রাজদেবোত্তর এস্টেট এজেন্ট রণজিৎ কুমার সিংহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহবায়ক উত্তম কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মনোজ কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব টিকা রাম রায় সহ আরো অনেকে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন