মাথায় টুপি, ‘আমিন আমিন’ ধ্বনিতে ইফতার করলেন বিজয়

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫ । ৯:৪৪ অপরাহ্ণ

কয়েকদিন আগেই সিনেমার জগতকে বিদায় জানিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়। অভিনয় ছেড়ে বর্তমানে তিনি একজন রাজনীতিবিদ।

২০২৪ সালে ফেব্রুয়ারিতে নিজের রাজনৈতিক দলের ঘোষণা দেন বিজয়। লক্ষ্যে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার।

এরই মধ্যে নিজের দল গুছিয়ে নিয়েছেন বিজয়। আর পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেন অভিনেতা।

বিজয়ের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন। এছাড়াও চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় তিন হাজার মানুষের অংশ নিতে সুবন্দোবস্ত করা হয়েছিল ইফতারে।

সংবাদ সংস্থা এএনআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ইফতারের একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, সাদা কুর্তা এবং মাথায় টুপি পরা অবস্থায় বসে আছেন বিজয়।

ইফতারের আগে মোনাজাতে অংশ নেন অভিনেতা। যেখানে  ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখর হতে দেখা যায় বিজয়সহ উপস্থিত সকলকে।

থালাপতি বিজয়ের এই ভিডিও ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে তার এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়াসের প্রশংসা করেছেন। ভক্তরা সামাজিক মাধ্যমে তার এই কাজকে সাহসী এবং অন্তর্ভুক্তিমূলক বলে উল্লেখ করেছেন।

বিজয়ের রাজনৈতিক প্রবেশ তামিলনাড়ুতে ঝড় তুলেছে। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম গঠনের পর প্রথম সমাবেশে তিন লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে। এটি তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের একটি বড় প্রমাণ।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন