কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫ । ৯:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে গত বছরেই তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। ওই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজের দলেও তিনি ছিলেন না ইনজুরির কারণে। সে সময় বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন লিটন দাস। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের সবকটিতেই জিতে টাইগাররা। ফরম্যাটটিতে নতুন করে কে অধিনায়ত্ব পাবেন তা নিয়ে আলোচনা চলছে।

গুঞ্জন রয়েছে লিটনই হচ্ছেন টাইগারদের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদও। তবে তার কথার সুর ধরে বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন যে এগিয়ে আছেন সেটি কিছুটা অনুমান করাই যায়।

আজ (শনিবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘(অধিনায়কের বিষয়ে) আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে। ইতোমধ্যে দুয়েকজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনও দলের বাইরে নয়। এরকম কাউকে আমরা চেষ্টা করব।’

dhakapost

২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা করার কথা জানিয়েছে বিসিবি। সেজন্য দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি ফরম্যাটটির অধিনায়ক ও কারা বিবেচনায় আছেন সেসব ক্রিকেটারদের এখন থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে চায়। পরিকল্পনা বাস্তবায়নে ক্রিকেটারদের ওপর বাড়তি নজর দিচ্ছেন বোর্ড সভাপতি।

এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম-সাকিব-মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন