ধর্ষকের শাস্তির দাবিতে অনশনে রাবি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫ । ৬:০১ অপরাহ্ণ

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডসহ তিন দফা দাবি জানিয়ে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রোববার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জোহা চত্বরের সামনে তিনি অনশন শুরু করেন।

অনশনরত শিক্ষার্থীর নাম ফাতিন আলমাস অপূর্ব। তিনি দর্শন বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সরেজমিনে দেখা যায়, ওই শিক্ষার্থীর চোখে কালো কাপড় দিয়ে আটকানো। এছাড়াও তার হাত কালো কাপড় দিয়ে বাঁধা। বুকের ওপর সাদা কাগজে লেখা ‘জনতা’, পিঠে লেখা ‘কেন আইনে বাঁধা?’।

তার তিন দফা দাবি হচ্ছে- ধর্ষণ প্রতিকারে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে। আগামী তিন দিনের মধ্যে মাগুরার ওই শিশুকে ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসি নিশ্চিত করতে হবে, যেহেতু এটি রাষ্ট্রের সবচেয়ে বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই এ সমস্যাকে গুরুত্ব দিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার অধীন জরুরি ভিত্তিতে পৃথক বন্দোবস্ত (ট্রাইব্যুনাল/ধর্ষণ নিনিবোধ কমিশন) করা হোক, যে কোনো ধর্ষণের ঘটনা ঘটলে সেই বন্দোবস্ত থেকে দ্রুত (কার্যকরী অনুসন্ধান টিম তৈরি করে) পদক্ষেপ নিয়ে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রমাণিত হওয়ার এক সপ্তাহের মধ্যে বিচারকাজ সম্পন্ন এবং প্রথম দফা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

অনশনের বিষয়ে অপূর্ব বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলছে। কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ সরকারকে নিতে দেখা যাচ্ছে না। যার ফলে ধর্ষকরা আরও সাহস পেয়ে বসে। ধর্ষকের একমাত্র শাস্তি চাই মৃত্যুদণ্ড। তাহলে এর থেকে রেহাই পাওয়া সম্ভব।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন