পল্লবীতে দুর্ধর্ষ ডাকাত ও ছিনতাইকারী সুজনসহ গ্রেফতার ৬

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ । ৬:২৬ অপরাহ্ণ

রাজধানীর পল্লবীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী, চিহ্নিত মাদক কারবারি ও ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সুজন (২৪), সজিব (১৮), তারেক (১৮), আরিফ (১৯), মেহেদী হাসান (২১) ও রিপন (৫০)।

পল্লবী থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পল্লবী বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত এই ছয়জনকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে সুজনের বিরুদ্ধে পল্লবী থানায় দুটি ডাকাতির মামলা, দুটি মাদকের মামলা ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন