
দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদ হলরুমে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দুটি যথাযথ মর্যাদার সাথে উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলু, বীর মুক্তিযোদ্ধা
বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ষোষ পিযুস,উত্তরের কণ্ঠ অনলাইন পত্রিকার সম্পাদক মাহাবুবুর রহমান আঙ্গুর,সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।