শেরপুরে হানিফ গাড়ির ধাক্কায় সাংবাদিকের ভাগিনা নিহত

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ । ৬:০৮ অপরাহ্ণ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে হানিফ গাড়ির ধাক্কায় মোঃ অন্তর হোসেন (২১) এক যুবক নিহত হয়েছেন।

শনিবার ( ১৫ মার্চ) দুপুর ১২:৩০ ঘটিকায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের বিরইল নামক স্থানে রাস্তা পারাপার হওয়ার সময় মোঃ অন্তর হোসেন, পিতা : মোঃ শাহ আলম, গ্রাম: ছানিয়ারপাড়া, থানা : শালিকা, জেলা : মাগুরা কে হানিফ পরিবহনের একটি কোচ ধাক্কা দিলে রোডের উপর লুটে পড়ে।  নিহতের মাথায় আঘাত লাগলে রোডের উপর বেশ কিছু রক্ত পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা মিলে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি  করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৫:১৫ মিনিটে ইন্তেকাল করেন।

নিহত মোঃ অন্তর হোসেন বগুড়ার শেরপুর উপজেলার বিরইল গ্রামের “দৈনিক প্রতিদিনের বাংলাদেশ” পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ বাবুল হোসেন এর শালীর ছেলে এবং দৈনিক রুপালী দেশ পত্রিকার সম্পাদক মোঃ আতিউর রহমান এর বোনের ছেলে। সে বেশ কিছুদিন যাবৎ বিরইলে তার খালার বাসায় অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে বার টার দিকে ছেলেটি রাস্তা পারাপার হওয়ার সময় হানিফ গাড়ি ধাক্কা দেয়।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়দের নিকট থেকে একেক সময় একেক গাড়ির নাম শুনেছি। সে জন্য গাড়ি সনাক্ত করতে পারি নাই। ঙদি মামলা করে তবে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন