বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ । ৩:০৪ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা কৃষি কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জিবরিল আহম্মেদ, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাকির হোসেন ধলু, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বীরগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন, সাংস্কৃতিক ও সংগঠন, বিদ্যালয়, কলেজ ২৬ তারিখ বুধবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় ।

এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে পরবর্তী কর্মসূচি শুরু হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচ কাওয়াজে অংশ গ্রহন করে ।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন