
নিজস্ব প্রতিবেদক।।
দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি সংস্কারের পাশাপাশি এবার সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। রাষ্ট্র সংস্কারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর হলো বিদ্যুৎ বিতরণ সেবা। দেশের স্বনামধন্য বিদ্যুৎ বিতরণকারী এই সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর বলিষ্ঠ নেতৃত্বে এই সংস্থায় রদবদলের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি প্রথমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীদের বদলিজনিত রদবদল সম্পন্ন করেন, সে বদলীর ধারা এখনও বিদ্যমান এবং পরে পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বদলীজনিত রদবদলের কাজে হাত দেন। এ বিষয়ে উচ্চ আদালতের একটি বিখ্যাত রায়ের রেফারেন্সও রয়েছে যে চাকুরীতে বদলী একটি স্বাভাবিক প্রক্রিয়া। যারা বিগত সরকারের আমলে বিভিন্ন রকমের সুবিধাভোগী ছিল এবং একই স্থানে থেকে অনিয়ম ও দুর্ণিতীর সাম্রাজ্য গড়ে তুলেছিল তারা এই রদবদলকে বাঁকা চোখে দেখছেন। নিজেদের স্বার্থের আঘাত লাগায় সেই সকল কতিপয় অসাধু দেশদ্রোহী দুষ্ট লোক বহি:দেশের চক্রান্তের সহযোগী হয়ে কয়েকটি নামসর্বস্ব পত্রিকায় এই বদলিকে অনিয়মন হিসেবে প্রচারে লিপ্ত রয়েছে।
একই স্থানে দীর্ঘদিন কর্মকাল – কাজের পরিধিতে তাচ্ছিল্যের মনোভাব সৃষ্টি হয়, আত্মকেন্দ্রীক কাজ প্রাধান্য পায় ।একই স্থানে অধিকাল থাকায় অনেক সময় দূর্ণিতীর সুযোগ সৃষ্টি করে যাতে এজন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের একই স্থানে ৩ বছরে অধিককাল থাকাকে নিরুৎসাহিত করা হয়। বিগত সরকারের আমলে কতিপয় সুযোগ সন্ধানী একই স্থানে দীর্ঘদিন থাকায় অনেক নিরীহ কর্মচারী বৃদ্ধ বাবা মা অসুস্থ থাকার মতো প্রয়োজনেও দূরে থাকতে বাধ্য হয়েছেন। একই স্থানে অধিককাল সরকারী কর্মচারীদের পল্লী বিদ্যুৎ এর মতো বদলী করে দেশ সংস্কার করা সময়ের দাবী ছিল। এজন্য কতিপয় স্বার্থানেষী ছাড়া সকল কর্মকর্তা-কর্মচারীরা এই রদবদলকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এই রদবদলের ফলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের হয়রানি রোধ হবে।