
বগুড়ার শেরপুরের সীমাবাড়ি ইউনিয়নের কদিম হাঁসড়া গ্রামে মৃত রাখাল চন্দ্র দাসের পুত্র শ্রী বিমল চন্দ্র দাশ এর বাড়িতে মাদকের আখড়া গড়ে উঠেছে।
রবিবার ( ১৮ মে) রাত্রি ১০:৩০ মিনিটেে উপজেলার কদিম হাঁসড়া গ্রামের বিমল চন্দ্র (২৮) এর বাড়িতে গিয়ে দেখা যায়, সদর হাঁসড়া গ্রামের আব্দুল আজিতের পুত্র মোঃ আব্দুল মজিদ (৩০) এবং হলদীবাড়ি গ্রামের জয়নাল মৌরির পুত্র শামিম আহম্মেদ ( ২৬) ও বিমল চন্দ্র দাসকে মাদক সেবন অবস্থায় একটি ভিডিও তে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী মারফত জানা যায়, সদর হাসড়া গ্রামের কয়েকটি দোকান থেকে এসব মাদক সরবরাহ করা হয়।
এ ব্যাপারে সীমাবাড়ি ইউনিয়ন বিএপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব হোসেন তালুকদার জানান, মাদকসেবনকারী যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে।