ধামইরহাটে সফল দম্পতিদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত

উপজেলা প্রতিবেদক, ধামইরহাট
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ । ৬:৪৩ অপরাহ্ণ

নওগাঁর ধামইরহাটে এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে নির্বাচিত দম্পতিদের (স্বাস্থ্য ও লাইফলীহুড) গ্রাজুয়েশন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২আগষ্ট) সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এপি, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে ৪৮টি জোড়া দম্পতি এবং ৪ জন ফেইথ লিডারসহ শিশু ও যুব ফোরামের সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী চার ইউনিয়ন থেকে চারজন সফল দম্পতিদের মাঝে ক্রেষ্ট তুলে দেন।

ক্রেষ্ট পেয়ে রাজু বলেন, ‘ওয়ার্ল্ড ভিশনের ম্যানকেয়ার প্রজেক্ট মডেলের আওতায় পরিবারে স্বামী ও স্ত্রীর প্রতি দায়িত্ব ও কর্তব্যের উপর তিনি সচেতন হয়েছেন। পরিবারের যে কোন সিদ্ধান্ত দুজনে মিলেই নেন। একারণে স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসার সুদৃঢ় বন্ধন সৃষ্টি হয়েছে। এখন তারা আগের চাইতে অনেক ভালো আছেন।‘

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ মো. নিয়াজ মোস্তাক, এপি ম্যানেজার মানুয়েল হাসদা, প্রোগ্রাম কর্মকর্তা মুকুল বৈরাগী, ড্যানিস তপ্ন, শ্যামল মন্ডল, নাথন কুমার চৌকিদার, রোজলীন মিতু কোড়াইয়া, শারমীন আক্তার সুরভী, স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রটেকশন কর্মকর্তা প্রদীপ হাসদা, স্পন্সরশিপ এন্ড সিস্টেম কর্মকর্তা লজি মুখিম প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন