শতবর্ষী বৃদ্ধের পাশে ইউএনও

উপজেলা প্রতিবেদক, শাজাহানপুর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ । ৪:২১ অপরাহ্ণ
 বগুড়ার শাজাহানপুরে শতবর্ষী বৃদ্ধ হামেদ আলী আকন্দ (১০১)। হামেদ আলীর সন্তানের সংখ্যা ০৬ জন। স্ত্রী ও ৩ সন্তান মারা গেছেন বহু বছর আগে। জীবন সায়াহ্নে বড্ড অসহায় হামেদ আলী। ২ ছেলের সংসারে আশ্রয় জোটেনি হামেদ আলীর। নিত্যব্যাধি নিয়ে মেয়ে সালেহার সংসারে করুণ অবস্থায় দিনাতিপাত করছেন এই শতায়ুধারি মানব।
বিভিন্ন কারনে উপরুন্ত বয়সেও মেলেনী বয়স্ক ভাতা। বতর্মানে উপজেলার চোপিনগর ইউনিয়নের বিরিকুল্ল্যা গ্রামে মেয়ে জামাইয়ের জরাজীর্ণ বাড়িতে বসবাস করছেন বৃদ্ধ হামেদ আলী। মেয়ে সালেহা খাতুন স্বামী সন্তান নিয়ে অভাবের সংসারে এমনিতেই জোটেনা দু’বেলা খাবার, সেখানে বৃদ্ধ বাবাকে ভরনপোষণ খরচ যোগানো বেশ কঠিন। তবুও ভাইদের মতো দূরে সরাতে পারেন নি জন্মদাতাকে। হামেদ আলীর এমন অসহায়ত্ব বিষয়টি জানতে পেরে মানব দরদী উপজেলা নির্বাহী অফিসার শাজাহানপুর জনাব সাইদা খানম বৃদ্ধ হামেদ আলীর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

পিতৃসম্মান ও সেবা অন্তরে লালন করে আজ ২৪আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলায় সদরে অসহায় হামেদ আলীকে একটি হুইল চেয়ার ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন সাইদা খানম। এ সময় ইউএনও’র সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের ভাইস ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু,চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,খরনা ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহীন,খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক,আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান,আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান প্রমুখ। হামেদ আলী’র মেয়ে সালেহা খাতুন জানায়,আমারা বাবার অর্থ সম্পদ বলতে কিছুই নেই।

অন্যর জমিতে দিন মজুরী কাজ করে জীবন র্জীবিকা চালাতেন।বাবার ১০০ বছরের বেশি বয়স হয়েছে এখন আর আগের মত চলাফেরা করতে পারেন না।চোখে ছানি, এ্যাজমাসহ শরীর নানা অসুখ। আমাদের সংসারে অভাবের কারণে ঠিক মত ওষুধও কিনে দিতে পারতাম না।আজকে ইউএনও স্যার নগদ টাকা,হুইল চেয়ার ও একটা বয়স্ক ভাতার কার্ড করে দিলো এখন আর ওষুধ কিনতে সমস্যা হবে।আল্লাহ স্যারদের ভালো করুক।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম জানান,শতবর্ষী বৃদ্ধ হামেদ আলী’র পরিবারে পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় বৃদ্ধকে হুইল চেয়ার,নগদ টাকা ও বয়স্কভাতা কার্ড করে দেওয়ার আশ্বাস দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন