
এশিয়া কাপ ও বিশ্বকাপের মাঝেই পর্দা উঠছে ১৯তম এশিয়ান গেমসের । আগামী সেপ্টেম্বরে চীনে বসবে অ্যাথলিটদের এই মিলনমেলা । আসরের ক্রিকেট ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ এশিয়ার প্রায় সব ক্রিকেট খেলুড়ে দেশই ।
ইতোমধ্যে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড( পিসিবি) । এশিয়া কাপ এবং বিশ্বকাপের ব্যস্ততা থাকায় তরুণতুর্কিদের নিয়েই দল সাজিয়েছে দেশটি ।
এশিয়ান গেমসে পাকিস্তানের নেতৃত্বে থাকছেন ২০ বছর বয়সী অলরাউন্ডার কাসিম আকরাম । পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হলেও ঘরোয়া লিগ এবং বয়সভিত্তিক দলে নিয়মিত পারফর্মার কাসিম ।
১৫ সদস্যের দলে আছেন অভিজ্ঞ আসিফ আলী এবং খুশদিল শাহ । এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ হাসনাইন, হায়দার আলী এবং উসমান কাদিরকেও রাখা হয়েছে স্কোয়াডে ।