
বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ইম্প্যাক্ট প্লাস শিশুদের উদ্যাগে শিশু সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশিত হয়েছে।
শুক্রবার উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন ইম্প্যাক্ট প্লাস বকুল দলের শিশুরা নিজস্ব উদ্যোগে এ আয়োজন করে। এসময় মোহনপুর ইউপি চেয়াম্যান মো: শাহিনুর রহমান চৌধুরী শাহিন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার, ধর্মীয় নেতৃবৃন্দ ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্য এবং অত্র এলাকার অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করে মো: শাহিনুর রহমান চৌধুরী শাহিন তার বক্তব্যে বলেন, মোহনপুর ইউনিয়কে ইতোমধ্যে আমরা বাল্যবিবাহমুক্ত ঘোষনা করেছি। কিন্তু শুধু ঘোষনা করলেই হবে না।বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হয়ে এক সাথে এক যোগে কাজ করতে হবে।আপনারা সবাই জানেন বাল্যবিবাহের কুফল। তাই অভিভাবকদের প্রতি অনুরোধ রইল আপনার সন্তানকে অল্প বয়সে বিয়ে দেবেন না। তাকে স্কুলে যেতে উৎসাহ দিন।
তিনি আরো বলেন, কোনো পরিবার যদি শিশু বিবাহ দিতে চায় তাহলে সামাজের মঙ্গলের জন্য বিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। অনুষ্ঠানে বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার বলেন,কিছু দিনের আগে বীরগঞ্জ উপজেলায় নবাগত ইউএনও এর উপস্থিতিতে আমরা মাটিয়াকুড়া গ্রামকে বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণা এবং সেলিব্রেশন করবো এর জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।