
৫০-৬০ টাকা দরের ডাব ১৮০-২০০ টাকা দরে বিক্রি করার অভিযোগে বগুড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীর সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার বেলা ১২ টায় শহরের কালিতলা, রেললাইনবাজার ও কোর্ট চত্ত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ইফতেখারুল আলম রিজভী বলেন, বেশি দামে ব্যবসায়ীরা ডাব বিক্রি করছেন এমন তথ্যের ভিত্তিতে শহরের কালিতলা, লেনবাজার ও কোর্ট চত্ত্বর এলাকায় দেখা যায় পাইকারি ও খুচরা বিক্রেতারা বেশি দামে ডাব বিক্রি করছেন। ৫০-৬০ দরের ডাব ১৮০ থেকে ২০০ টাকা দরে সাধারণ মানুষের কাছে বিক্রি করছিলেন তারা। তখন কালিতলায় একজন ব্যবসায়ীর ৫ হাজার টাকা, রেললাইন বাজারে দুজনকে ২ হাজার টাকা এবং কোর্ট চত্ত্বরে এক খুচড়া ডাব বিক্রেতাকে ৫০০ টাকাসহ মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়াও সেখানে উপস্থিত থেকে সঠিক দামে ৩ হাজার ডাব সাধারণ মানুষের কাছে বিক্রি করার ব্যবস্থা করা হয়।’
তিনি আরো বলেন, ‘সঠিক মূল্যে ডাব বিক্রি ও ভাউচার সংরক্ষণ করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়ছে। এছাড়াও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।