
নওগাঁর ধামইরহাটে এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রাজুয়েশন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগষ্ট) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে ১২জন সফল গ্রাজুয়েটদের মধ্যে ক্রেষ্ট প্রদান করেন নওগাঁর ধামইরহাট পত্নীতলা-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার। ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা গেছে, ২০১৮-২০২১ অর্থ বছরে চারটি ইউনিয়নের ৩৫টি গ্রামের ১হাজার ৯৭জন অতি-দরিদ্র গ্রাজুয়েশন করেন। এবং সুবিধাভোগী রয়েছেন ১২৩০জন। এদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের শাকসবজির বীজসহ গাভী, ছাগল, ভেড়া এবং ছেট ব্যবসার জন্য ২০ হাজার টাকার মালামাল দেওয়া হয়েছে। এতে করে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. ফরহাদ হোসেন, প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন, শ্যামল মন্ডল, মুকুল বৈরাগী, নাথন চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া, শারমিন আক্তার সুরভী, সিস্টেম সাপোর্ট অফিসার লজি মুখিম, শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাসদা প্রমুখ।