পীরগঞ্জে মাদক ব্যবসায়ী সহ ৫ গ্রেপ্তার ,

জেলা প্রতিবেদক (ঠাকুরগাঁও)
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ । ৮:৫৯ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সহ মনতাজ আলী নামে এক মাদক ব্যবসায়ী ও ৪ জন গ্রেফতারি পরোয়ানার আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, বরিবার রাতে টৌর শহরের পানুয়াপাড়ায় অভিযান চালিয়ে ১৪ পিস ইবায়া সহ মনতাজ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। মনতাজ কয়েকদিন আগেও মাদক সহ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। আদালত থেকে জামিন নিয়ে আবারো মাদক ব্যবসায় জড়ান তিনি। মনতাজ রঘুনাথপুর গ্রামের মৃত দুলালের ছেলে। এদিকে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা জারীকৃত আসামী আনারুল ইসলাম, মাহাবুব হাসান সানি, হিমু এবং মুন্নাকে সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন