
দিনাজপুরের বীরগঞ্জ পল্লীতে বাড়ীর উঠানে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে বিষধর সাপের কামড়ে কোকিলা বেওয়া (৫৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলী গ্রামের মৃত প্রভাত চন্দ্র বর্মনের স্ত্রী।
শুক্রবার (৮ সেপ্টেম্বর -২০২৩) ভোর ৬টার দিকে বিষধর সাপে কামড়ে বিষক্রিয়া হয়ে নিজ বাসভবনে তিনি মারা যান। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কোকিলা বেওয়া ভোর ৬টার দিকে নিজ বাড়ীর কাজকর্ম সেড়ে প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ীর পাশে খড়ির ঘরের পাশ্ববর্তী একটি মাটির গর্তে উপর প্রস্রাব করতে বসলে বিষধর গোখরো সাপের কামড়ে আহত হন। পর এক ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করে। ওঝা বিষ নামাতে ব্যর্থ হলে ।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড়ে আহত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় কোকিলা বেওয়া মারা যান। মৃত্যুর সময় ৩ ছেলে ও ২ মেয়ে রেখে যান।