বীরগঞ্জে স্লুইসগেট ইয়াং স্টার এর উদ্যোগে খাদ্য দ্রব্য বিতরণ

 মো:আরিফ ইসলাম জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ । ১০:৩২ পূর্বাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জে ¯স্লুইসগেট ইয়াং স্টার এর উদ্যোগে খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

শুক্রবার ৮ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ২ ঘটিকায় স্লুইসগেট বাজার  স্থানে ¯স্লুইসগেট ইয়াং স্টার সকল সদস্য উপস্থিত থেকে মো: রিপন হাসান এর সভাপত্তিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মো: মোনায়েম মিয়া, স্লুইসগেট ইয়াং স্টার শান্তি সংঘ এর সকল উপদেষ্টা ও সদস্যগন উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠান শেষে অসহায় ও বৃদ্ধ মানুষদের বাড়িতে গিয়ে চাল ২৫ কেজি ,ডাল ৫ কেজি ,তেল ৩ কেজি ,আলু ১০ কেজি এবং নিত্য প্রয়োজনীয় সকল জিনিস বিতরণ করা হয় । অসহায় মধ্যে থেকে মোছা: কছিরন বেগম বলেন “আমাকে অনেক খাবার দিছে আমি অনেক খুশি” ।

উক্ত অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন