নবীগঞ্জে গাছ থেকে পড়ে ১ ব্যক্তির মৃত্যু

উপজেলা প্রতিবেদক ,নবীগঞ্জ
প্রকাশের সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ । ৯:৪৩ পূর্বাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াউড়ি গ্রামের নিধু দাশ (৫৫) নামের এক ব্যাক্তি আমড়া গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সুত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের জৈনিক রুহুল আমিনের বাড়িতে নিধু দাশ( ৪৫)ও তার ছেলে টুটুল দাশ( ১৩) কে সঙ্গে নিয়ে শনিবার  সকালে তাদের বাড়িতে  আমড়া পারার জন্য গাছে উঠেন। পরে গাছে আমড়া পাড়তে গিয়ে এক পর্যায়ে ও অসাবধানতাবশত  নিচে পড়ে যান। সাথে সাথে  আশপাশের লোকজন  তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার এস,আই, তরিকুল ইসলাম মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।ঘটনার সততা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন