বিএনপির বৈঠক যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি সাথে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ । ১২:৪২ অপরাহ্ণ

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের বৈদেশিক, কমনওয়েলথ এবং উন্নয়নক বিষয়ক অফিসের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টনের সঙ্গে বৈঠকে করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। ওই বৈঠক ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও উপস্থিত ছিলেন।

জানা গেছে, সোমবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসায় অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এই বৈঠক সম্পর্কে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ঢাকা পোস্টকে বলেন, ‘যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারির সঙ্গে বৈঠকে হয়েছে। সেখানে ব্রিটিশ হাইকমিশনারও ছিলেন।’

বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘সার্বিক বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দ্বিপাক্ষিক বিষয় যেমন ছিলো, তেমনি বাংলাদেশ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের বিষয়টিও এসেছে

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন