বীরগঞ্জে বিষধর সাপের কামড়ে এক বৃদ্ধ’র মৃত্যু

 জ্যেষ্ঠ প্রতিবেদক,
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ । ২:৫৮ অপরাহ্ণ

 দিনাজপুরের বীরগঞ্জ পল্লীতে বিষধর সাপের কামড়ে আঃ রউফ(৫৫) নামে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে।

উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া উত্তর পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আঃ রউফ(৫৫),উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত কালু মোহাম্মদের ছেলে। ওই গ্রামের প্রদক্ষদর্শী মোঃ আনারুল ইসলাম জানান, বুধবার (১৩ সেপ্টেম্বর – ২০২৩) বিকাল সাড়ে ৫টার দিকে আব্দুর রউফ এর বাড়ির উঠানে খড়ের পালা খড় নিতে গেলে খড়ের পালার ভিতরে থাকা বিষাক্ত গোখরো সাপ ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে কামড় দিলে তিনি আহত হন।

পরে এলাকাবাসীর সহযোগিতায় তাৎক্ষনিকভাবে আহত রউফ কে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাতে তার মৃত্যু হয়।

এব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন