বগুড়ায় দুই আলু ব্যবসায়ীর ৭ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিবেদক ,বগুড়া
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ । ৩:০৮ অপরাহ্ণ
বেশি দামে আলু বিক্রি ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় বগুড়ার শাহ ফতেহ আলী বাজার ও রাজাবাজারে অভিযান চালিয়ে দুই আলু ব্যবসায়ীর সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া।
শুক্রবার সকাল ১১ টার দিকে শহরের শাহ ফতেহ আলী ও রাজাবাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযান চলা কালে বগুড়া জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, শুক্রবার সকালে শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাইকারী ও খুচরা বাজারে দেখা যায় বেশি দামে আলু বিক্রি হচ্ছে এবং ক্রয় ভাউচার সংরক্ষণ নেই।
তখন ২ আলু ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।’ তিনি আরো বলেন, অভিযানকালে ব্যবসায়ীদের অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করতে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন