
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ফুটবল বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। ফুটবল খেলা এক সময় যখন বিলুপ্তির পথে ছিল সেই মুহুর্তে জননেত্রী শেখ হাসিনা নিজেকে খেলাবান্ধব সরকার হিসেবে বিবেচনা করে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চালু করেছেন। গোটা বাংলাদেশে খেলাকে বিকশিত করার জন্য সরকার নানামুখি উদ্যোগ গ্রহণ করেছে। আর তরুণ প্রজন্ম খেলাধুলার সাথে সম্পৃক্ত হলে বিপথগামী হবে না।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর ২০২৩) কাহারোল ১৩ মাইল গড়েয়া হাটের পশ্চিম পার্শ্বে নদীর পার সংলগ্ন মাঠে মরহুম আব্দুর রহমান সরকার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন । ১৩ মাইল শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুন্দরপুর ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ হামিদুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএত ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য মিরা মাহাবুব, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
ফাইনাল খেলায় পঞ্চগড় এফ সি ৩-০ গোলে হরিপুর মেদনী সাগর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করেন অতিথিবৃন্দ।