
বীরগঞ্জে আলু-পেঁয়াজ ও ডিমের দাম নেওয়ায় মোবাইল কোর্টে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে আলু পিঁয়াজ ও ডিমের নির্ধারিত দামের থেকে বেশি দামে বিক্রির দায়ে মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে বীরগঞ্জ পৌরশহরের বীরগঞ্জ দৈনিক বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় কাঁচামাল ব্যবসায়ী মোঃ রুবেল ইসলাম কে নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে আলু বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ২ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একই আইনের ৩৮ ধারা মোতাবেক মুদি দোকানদানী মোঃ ফারুক হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটে রাজ কুমার বিশ্বাস। মোবাইল
কোর্ট সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম ও বীরগঞ্জ থানার পুলিশ।
এব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটে রাজ কুমার বিশ্বাস জানান, ব্যবসায়ীদে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কার্যক্রম অব্যাহত থাকবে।