মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দিলেন দর্শক!

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ । ৫:১৫ অপরাহ্ণ

দেশ-বিদেশের ১৮৪টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপনের নতুন সিনেমা ‘অন্তর্জাল’। যেখানে অভিনয় করেছেন অভিনেতা সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিমসহ একঝাঁক তারকা। 

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে টিম ‘অন্তর্জাল’। সেখানে হাজির হন ছবির নির্মাতা, প্রযোজক ও শিল্পী-কুশলীরা।

গোলাপি রঙের ব্লেজার পরে উপস্থিত হন নায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি দেখা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই জানালেন প্রেক্ষাগৃহের দারুণ এক অভিজ্ঞতা।

মিম বললেন, ‘সকাল থেকে রেসপন্স অনেক ভালো পাচ্ছি। যারা যারাই দেখেছেন, বের হয়ে টেক্সট করছেন, ফোন দিচ্ছেন, খুব ভালো বলছেন। এই সময়ে এরকম একটি ছবি হতে পারে, বিষয়টিকে তারা উৎসাহ দিচ্ছেন।’

এরপর নিজের হাত দেখিয়ে উপস্থিত সংবাদকর্মীদেরও বেশ চমকে দিলেন এই অভিনেত্রী। তার হাতের স্বর্ণের এক ব্রেসলেট দেখিয়ে মিম বললেন, ‘কিছুক্ষন আগে এক দর্শক এই ছবিটা দেখেছে। এরপর আমাকে এই গোল্ডের ব্রেসলেট উপহার দিয়েছেন। আমি নিজেই বেশ সারপ্রাইজড হয়ে গেছি। এটা কি হলো…!’

অন্তর্জাল নিয়ে নির্মাতা দীপংকর দীপন গণমাধ্যমকে বলেন, ‘অন্তর্জাল হচ্ছে তরুণ প্রজন্মের সিনেমা। এই প্রথম আমাদের দেশে এ রকম গল্পের সিনেমা নির্মিত হয়েছে। আমি খুব আশাবাদী।’
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন