বীরগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত এক শ্রমিক আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ । ৭:০১ পূর্বাহ্ণ

বীরগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে বৈদ্যুতিক খুঁতে উঠে পল্লী বিদ্যুতের রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রিপন নামে এক শ্রমিক আহত হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা পঞ্চগড় মহাসড়কের পাশে এবং পৌরসভার সমনে ঘটনাটি ঘটে। আহত রিপন ইসলাম (২৪) দিনাজপুর সদর উপজেলার হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকার মো: শহিদুল ইসলামের ছেলে। দিনাজপুর সদর ঠিকাদার বাবুলের লোক আহত শ্রমিক রিপন। প্রদক্ষদর্শীরা জানান, মডেল মসজিদে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজে নিয়োজিত অবস্থায় বিদ্যুতায়িত শ্রমিক তারে জড়িয়ে ঝুলতে থাকে, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের লোকজনেরা এসে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ব্যপারে, পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম কম-এর সাথে কথা হলে তিনি জানান আহত শ্রমিক ঠিকাদার কোম্পানির লোক, অসাবধনতা বশত দুর্ঘটনায় কবলিত হয়েছিল, সে বর্তমানে সুস্থ আছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন