
বগুড়া শহরের সাতমাথা এলাকায় ইজিবাইক হারিয়ে ফেলা হায়দার আলীকে নতুন একটি ইজিবাইক উপহার হিসেবে তুলে দেন জেলা পুলিশ বগুড়া।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হায়দার আলীকে এ ইজিবাইক তুলে দেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘হায়দারের ইজিবাইক হারিয়ে যাওয়ার বিষয়টি গণমাধ্যম আসার পর তার মানবিক আবেদন জেলা পুলিশের নজরে আসে। ইজিবাইক উনার উপার্জনের একমাত্র উৎস ছিল। হায়দারকে একটি ইজিবাইক উপহার দিতে বিভিন্ন মহলে যোগাযোগ করা হয়৷ তাতে সাড়া দিয়ে ঢাকার ব্রান্ড গ্রুপের চেয়ারম্যান সৈয়দ নুরুল মোস্তফা ইজিবাইক ক্রয়ে অর্থায়ন করেন। হায়দারের পরিশ্রম ও সৎ উপার্জনের সঙ্গী হতে আজ এই ইজিবাইক উপহার দেওয়া হয়েছে৷
নতুন ইজিবাইক পেয়ে হায়দার আলী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার খারাপ সময়ে পুলিশ যেভাবে পাশে দাঁড়িয়েছে তাঁর জন্য কৃতজ্ঞ। জমিজমা ও ধারদেনা করে ১ লাখ ৬০ হাজার টাকায় ইজিবাইজ কিনেছিলাম। এখন দেনার সেই টাকাও পরিশোধ করতে পারবো।’
ইজিবাইক হস্তান্তরের সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, আব্দুর রশিদ, শরাফত ইসলাম, সুমন রঞ্জন সরকার, সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিওল্লাহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৩ জুলাই শহরের পৌর পার্ক এলাকা থেকে হায়দার আলীর উপার্জনের একমাত্র উৎস ইজিবাইক চুরি হয়ে যায়৷ এই ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে হায়দার আলী এ উপহার প্রদান করা হয়।