নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্সের তারিখ ঘোষণা

নবি প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ । ৫:৪১ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্সের তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ২০২৪ সালের ১৮ ও ১৯ ফেব্রুয়ারি তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এবারের শিরোনাম- ‘থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সাইন্স।’

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, “প্রতি বছর আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। এবার চার মাস এগিয়ে এনেছি।

আমরা চিন্তা করেছি, প্রতি বছর একটি আন্তর্জাতিক কনফারেন্স হবে এবং সেটি ফেব্রুয়ারি মাসেই হবে। গত দুবারের মত এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষকরা এতে অংশ নেবেন।”

 

ইউকে/পিআর/শাকিল বাবু 

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন