বগুড়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান ও ঢেউটিন বিতরন

বগুড়া প্রতিনিধিঃ
প্রকাশের সময়: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ । ৫:০১ অপরাহ্ণ

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা ভাঙ্গন কবলিত (প্রাকৃতিক দুর্যোগ) ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর পক্ষ হতে ত্রাণ সামগ্রী হিসেবে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। ০৭ অক্টোবর ২০২৩ শনিবার দুপুর ১২ টায় সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা ও ফকিরপাড়া এলাকায় যমুনা ভাঙ্গন কবলিত (প্রাকৃতিক দুর্যোগ) ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় ২৩ টি পরিবারের প্রত্যেক পরিবারকে ৩ বান্ডেল ঢেউটিন ও ৯ হাজার টাকার চেক, ১১ টি পরিবারের প্রত্যেক পরিবারকে ২ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক এবং ২১৭ টি পরিবারের প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান এর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম মন্টু, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, পৌর মেয়র মতিউর রহমান মতি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন