চট্টগ্রামে গুলি করে হত্যা করলেন যুবলীগ নেতাকে

জেলা প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময়: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ । ১২:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে পূর্ব বিরোধের জেরে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মনজুর হোসেন (৩৫)।

রোববার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙ্গুনিয়ায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মনজুর হোসেন রাঙ্গুনিয়া স্বনির্ভর ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

পুলিশ জানিয়েছে, বালু তোলা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে নিহত মনজুরকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী থেকে বালু তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

তিনি আরও বলেন, এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় মামলাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন