
বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রিডিরেক্টর আবদুল্লাহ্ শেখ সোমবার বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।
তিনি এ সময় নদী ভাঙ্গন রোধ এবং বন্যা নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ডের গৃহীত বিভিন্ন প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, যমুনা একটি বিশাল নদী। নদী শাসনে গৃহীত প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে। জনপদ রক্ষায় গৃহীত প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংক সবসময় সাথে থাকবে।
এ সময় বিশ্বব্যাংকের অপারেশন্স ম্যানেজার গাইলি মার্টিন, ফ্রাকটিস ম্যানেজার গালইয়ানি, লীড ইরিগেশন স্পেশালিষ্ট জপ স্টটজেসডিজেক, প্রোগ্রাম লীডার গিয়ংসিম এন, সিনিয়র ওয়াটার স্পেশালিস্ট এটিএম খালেদুজ্ঝামান, ন্যাদারল্যান্ড এ্যামবিসির মিটজি কাইলিন, সিবলি সাদিক, পানি উন্নয়ন বোর্ডের বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উক্ত প্রজেক্টে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।