খানসামায় গাজা চাষ ব্যবসায়ী গ্রেফতার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ । ১১:৫১ পূর্বাহ্ণ
দিনাজপুরের খানসামায় গাঁজা গাছ চাষী ও ব্যবসায়ী  মাহমুদুল ইসলাম (৩৩) কে গ্রেফতার করেছে খানসামা পুলিশ ।
মঙ্গলবার (১০অক্টোবর ) আনুমানিক রাত ৮. ১৫ মিনিটে   উপজেলা  আলোকঝাড়ি গোবিন্দপুর আমতলী এলাকার   উজির আলীর ছেলে মাহমুদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে  অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়ের নেতৃত্বে  এস.আই তছিরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১ কেজি ৫৪৫ গ্রাম গাঁজার গাছসহ হাতেনাতে  মাহমুদুল ইসলাম কে গ্রেফতার করা হয়।  নিজের বাড়ির পাশে পটল  ক্ষেতের আড়ালে  গাঁজা  চাষ করতেন।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয় । আর মাহমুদুল ইসলাম কে আসামী করে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছ।
উত্তরের কণ্ঠ/পিআর
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন