বোচাগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ । ৫:২৩ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার সড়ক দূর্ঘটনায় ৫বছরের শিশুসহ দুই জন নিহত হয়েছে।
দুপুর ১২ টা ৪৫ মিনিট সময়ে বোচাগঞ্জ উপজেলা গেট সংলগ্ন স্থানে দিনাজপুর গামী ঢাকা মেট্রা ট ১৫-৬৭৪৩ সাধারণ পরিবহন ট্রাকের পিছনের চাকায় পিস্ট হয়ে মটর সাইকেল আরোহী চম্পা নারী (২০) ও ৫বছরের শিশু জয় এর মর্মান্তিক মুত্যু হয়।
এ ঘটনায় ট্রাকের ড্রাইভার মোঃ আমিনুল (২৪) পিতা মোঃ আবুল হোসেন সাং-আংগার গারা, থানা ভালুকা- জেলা ময়মনসিং ও হেলফার মোঃ নাজমুল হোসেন (১৯) পিতা আঃ সালামকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
নিহত চম্পা রানী জালগাঁও গ্রামের সুদেব চন্দ্র রায় এর দ্বিতীয় মেয়ে এবং নিহত জয় দেউড় গ্রামের বিশ্বজিৎ রায় এর পুত্র। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার জানিয়েছেন, নিহত দুটি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে।
উত্তরের কণ্ঠ/পিআর
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন