ইসরায়েল-হামাস যুদ্ধ : ২ হাজার ৩০০ নিহত ছাড়াল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ । ১১:৩৮ অপরাহ্ণ

ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) সঙ্গে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের গত চার দিনের যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৩০০ জন, আহতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার। এই হতাহতদের মধ্যে সামরিক-বেসামকির উভয় লোকজনই রয়েছেন।

আইডিএফ এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, গত চার দিনের যুদ্ধে ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ১ হাজার ২০০ জন এবং আহত হয়েছেন ২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ।

আর এই সময়সীমায় গাজায় নিহত হয়েছেন অন্তত ১ হাজার ১০০ জন মানুষ এবং আহত হয়েছেন ৬ হাজার ৩৩৯ জন।

দুই বছর ধরে পরিকল্পনা ও প্রস্তুতি শেষে ৮ অক্টোবর শনিবার ভোর রাত থেকে দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া শুরু করে গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হামাসের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সূর্যের আলো পুরোপুরি ফোটার আগেই ৩ হাজারেরও বেশি রকেট ছোড়া হয়েছিল ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামকির স্থাপনা লক্ষ্য করে।

কাছাকাছি সময়ে হ্যাং গ্লাইডার ও মোটরচালিত গ্লাইডারে চেপে হামাসের বেশ কয়েকজন যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমাণ্ডের কার্যালয়ে গিয়ে সেনা কর্মকর্তা ও সদস্যদের বন্দি ও জিম্মি করার পাশাপাশি ওই কমান্ডের সঙ্গে সেনাবাহিনীর মূল কমান্ড ও অন্যান্য শাখার কার্যালয়ের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

উত্তরের কণ্ঠ/পিআর

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন