শুভ দীঘিকে ‘লেট লতিফ’ বললেন

বিনোদন ডেক্স
প্রকাশের সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ । ১১:৪৭ অপরাহ্ণ

আর মাত্র দুদিন পরেই সারাদেশে ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। 

সিনেমাটি মুক্তি সামনে রেখে মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  যেখানে সবার সামনেই চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে ‘লেট লতিফ’ বলে সম্বোধন করেন চিত্রনায়ক আরিফিন শুভ।

মুলত সংবাদ সম্মেলনে হাজির হতে দেরি করায় এই নায়িকার উদ্দেশ্য এমনটা মন্তব্য করেন শুভ। এদিন মঞ্চে দীঘি হাজির হতেই সবার সামনে তাকে ‘লেট লতিফ’ বলে ডাকেন নায়ক। এ সময় শুভ বলেন, ‘আমাদের মাঝে সবচেয়ে দেরিতে এসেছেন ‘লেট লতিফ’ দীঘি। এখন বক্তব্য রাখবেন।’

দীঘি বলেন, একজন শিল্পীর যে সামাজিক দায় থাকে তা পূরণ করার সুযোগ সবাই পায় না। আমার মনে হচ্ছে, আমি সেই সৌভাগ্যবান শিল্পী যে কিছুটা হলেও দায়মুক্ত হতে পেরেছি। ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে অভিনয় করতে পারাটা আমার কাছে শিল্পীর সামাজিক দায় মোচনের মতো গৌরাবের বিষয়।

এই নায়িকা আরও বলেন, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব রেণু। এমন চরিত্রে অভিনয় করে আমিও ইতিহাসের অংশ হয়ে গেলাম। এই অর্জন আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠ অর্জন হয়ে থাকবে।

এদিকে, বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। চরিত্রটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে সেই প্রমাণও মিলেছে। উপস্থিত সবাইকে চমকে দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মুখস্থ পাঠ করেন তিনি।

 

উত্তরের কণ্ঠ/পিআর

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন