খানসামায় ৭০-পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

 তানভীর আহাম্মেদ প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ । ৬:৫৫ অপরাহ্ণ
 দিনাজপুরের খানসামা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে খানসামা থানা পুলিশ।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার পশ্চিম ঘাটপার এলাকার পশ্চিম গোবিন্দপুর জামে মসজিদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই তসিরসহ সঙ্গীয় ফোর্স ৭০-পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, খানসামা উপজেলার পশ্চিম ঘাটপার এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. মুন্না (২১) এবং বীরগঞ্জ উপজেলার তুলশীপুর গ্রামের মো. খায়রুল ইসলামের ছেলে অমিত হাসান (২২)।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত আছে।
তাদেরকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
উত্তরের কন্ঠ /এ,এস 
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন